Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

সাংগঠনিক কাঠামো

ভূমিকাঃ

ইউনিয়ন পরিষদ হচ্ছে জনগনের প্রতিষ্ঠান। স্থানীয় শাসন ব্যবস্থার সবচেয়ে কার্যকরী প্রতিষ্ঠান হচ্ছে এই ইউনিয়ন পরিষদ। জনসাধারণ তাদের উন্নয়ন ও নাগরিক দায়িত্ব পালনসহ সকল ক্ষমতা প্রদান করবে, সেই প্রতিনিধি তাদের দায়িত্ব,কর্তব্য ও ক্ষমতার সঠিক প্রয়োগ করছে কিনা তার খোঁজ-খবর নেয়া সকল নাগরিকের পবিত্র দায়িত্ব। স্থানীয় সরকারকে শক্তিশালী ও দায়িত্বশীলকরণের মাধ্যমেই সম্ভব। অতিদ্রুত স্থানীয় পর্যায়ের যাবতীয় সমস্যার সমাধান বা ইউনিয়নের গতিকে করে তরান্বিত। এ জন্য প্রয়োজন ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা যা কেবল জন অংশগ্রহণের নিয়মিত উপস্থিতিতে প্রতিষ্ঠানের জবাবদিহিতার মাধ্যমেই সম্ভব। ইউনিয়ন পরিষদ ৯টি ওয়ার্ডে বিভক্ত।

  •          # একজন চেয়াম্যান ইউনিয়নবাসীর ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত।
  •          # প্রতিটি ওয়ার্ড হতে একজন সদস্য সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার দ্বারা নির্বাচিত।
  •          # প্রতি তিনটি ওয়ার্ড হতে একজন মহিলা সদস্য ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত।
  •          #নির্বাচিতদের মেয়াদ পাঁচ বছর।
  •          #সরকার কর্তৃক নিযুক্ত একজন সচিব ইউনিয়ন পরিষদের কাজে সহায়তা করেন।
  •         # বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ়তা প্রচেষ্টায় প্রতিটি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র চালু করেছে। তাই একজন নারী ও একজন পুরুষ উদ্যোক্তার   
  •             ব্যবহার আছে।
  •  

ছবি